ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সাভারে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ২২:২৭

সাভারের ছাঁটাই ও অব্যাহতি দেওয়া শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক ওই কারখানার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বুধবার দুপুরের দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন কর্ণপাড়া এলাকার প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল কারখানার ৬০ জন শ্রমিক এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষুদ্ধ শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ জোরপূর্বক শ্রমিকদের অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে তাদের আইনগত বকেয়া পাওনাদি পরিশোধ না করে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছে। তাই বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ করে।

রফিকুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, ‘আমাদের হঠাৎ করেই কর্তৃপক্ষ কৌশলে ছাঁটাই করেছেন। কিন্তু তারা আইন মেনে পাওনাদি পরিশোধ করেননি। এই মুহূর্তে আমরা অনিশ্চয়তায় ভুগছি। এখন কোথাও চাকরিও পাচ্ছি না। আমরা অমানবিক জীবন যাপন করছি।’

আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভূক্তভোগী শ্রমিকদের সাথে আরও উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা, সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির হোসেন মনির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ