ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনকে ঘিরে সেন্টমার্টিনে দুইদিন পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ২১:৩৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১, ২১:৪১

পৌরসভাসহ দুই ইউপি নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখে ২৫ থেকে ২৬ ডিসেম্বর (দুই দিন) টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। ফলে দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী। ইউএনও বলেন, ‘নির্বাচন ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর (দুই দিন) এ রুটে কোন পর্যটকবাহি জাহাজ চলাচল করবে না। তবে ২৫ ডিসেম্বর দ্বীপে কোন পর্যটক থাকলে তাদেরকে জাহাজ পাঠিয়ে নিয়ে আসা হবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে আবার পর্যটকবাহি জাহাজ চলাচল শুরু হবে।’

এদিকে ২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা, বাহারছড়া ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে প্রথম দাপে স্থগিত থাকা সেন্টমার্টিনেও একই দিনে ভোট গ্রহণ শুরু হবে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।

তিনি বলেন, ‘সেন্টমার্টিনে অনুষ্টিত নির্বাচনকে ঘিরে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর (শনিবার-রবিবার) এই নৌপথে পর্যটকবাহী ৭টি জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচনের প্রয়োজনীয় মালামাল নিতে সেই একটি জাহাজ চলাচল করতে পারে।’

টেকনাফ পৌর নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, ‘নির্বাচনকে ঘিরে নিরপত্তার কথা চিন্তা করে ২৫ ও ২৬ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে। এছাড়া অবাধ ও সুষ্ট নির্বাচন সম্পন্ন করতে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছি।’

কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, ‘নির্বাচনের কারণে জাহাজ চলাচল বন্ধের খবর শুনেছি, তবে এখনো কোনো চিঠি পাইনি।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ