ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

টেকনাফে গবেষণা প্রতিবেদন শেয়ারিং কর্মশালা

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ২১:০১

‘মুছে ফেলি ঘৃণা বৈষম্য দ্বন্দ্ব বিদ্বেষ, গড়ে তুলি সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে সরকারি কর্মকর্তা, সাংবাদ কর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি নিয়ে সম্প্রীতি সমাজ গড়ি প্রকল্পের এক গবেষণা প্রতিবেদন শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে ব্রাক ঢাকা সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী অফিসার মো: কামরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাবরাং ইউপি পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহামুদ আলী, সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান।

কর্মশালায় আলোচনা করেন, ​ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান শফিক ও ব্রাকের গবেষক নাহিদ ছিদ্দিকী।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ