ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেট চেম্বার নির্বাচন জটিলতা তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ২০:২৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১, ২০:২৮

সিলেট চেম্বারের সভাপতি নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশনের পরিচালককে (ডিটিও) আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট। সিলেট ব্যবসায়ী পরিষদে’র সভাপতি প্রার্থী থেকে বাদ পড়া আব্দুর রহমান জামিলের করা রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার (২২ ডিসেম্বর) এ আদেশ দেন হাইকোর্টের বিচারক এম এনায়েতুর রহীম ও মো. মুস্তাফিজুর রহমানের বেঞ্চ।

এর আগে গত ২১ ডিসেম্বর সভাপতি নির্বাচনে অনিয়ম হয়েছে উল্লেখ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন তিনি। যার শুনানি হয় বুধবার। এসময় আব্দুর রহমান জামিলের পক্ষে রিটের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

তিনি নয়া শতাব্দীকে বলেন, সিলেট চেম্বারে সভাপতি প্রার্থী ছিলেন আব্দুর রহমান জামিল। কিন্তু যথাযথ কারণ ছাড়া তার মনোনয়ন বাতিল করা হয়েছে। যার প্রেক্ষিতে আপিল করা হলেও ফলাফল বহাল থাকে। পরে ট্রেড অর্গানাইজেশনের পরিচালককে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোন সুরাহা না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

তিনি বলেন, বুধবার রিটের শুনানি শেষে আগামী ১৫ দিনের ভেতর আমাদের দেওয়া লিখিত আবেদনের তদন্ত করে রিপোর্ট দিতে ট্রেড অর্গানাইজেশনের পরিচালককে নির্দেশ দেন হাইকোর্ট। সেই সাথে নির্বাচন কার্যক্রমও এ ১৫ দিন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় সিলেট চেম্বারের পরিচালক পদের নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’ নামের দুই প্যানেল থেকে ১১ জন করে সমান সংখ্যক পরিচালক নির্বাচিত হন। এই সমান সংখ্যক পরিচালক হওয়ায় সভাপতি ও দুই সহ সভাপতি নির্বাচনে বাঁধে বিপত্তি। বিষয়টি নিয়ে সোমবার (১৩ ডিসেম্বর) সারাদিন সমঝোতার চেষ্টা করে সমাধান না হওয়ায় রাত ১০ টার দিকে চেম্বার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এ অবস্থায় নানা বিতর্কের মাঝেই সভাপতি পদপ্রার্থী হিসেবে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে আব্দুর রহমান জামিলের নাম বাদ দিয়ে তানিম আহমেদকে সভাপতি হিসেবে ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড। যার প্রেক্ষিতে পরদিন মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে ‘প্রয়োজনে আইনের আশ্রয়’ নেওয়ার ঘোষণা দেন ব্যবসায়ী পরিষদ। পরদিন অপর এক সংবাদ সম্মেলনে নিজেদের স্বচ্ছতা উল্লেখ করে বক্তব্য উপস্থাপন করে নির্বাচন পরিচালনা বোর্ড।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ