ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশি শিক্ষার্থীদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ভারতে পড়ুয়া স্টুডেন্ট ভিসাধারী বাংলাদেশি শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মীর মুজিবুর রহমান।

ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তারা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছে। কিন্তু হঠাৎ বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

মীর মুজিবুর রহমান জানান, ওমিক্রন সংক্রমণ রোধের কথা বলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।

তিনি আর জানান, যেসব শিক্ষার্থীদের সামনে পরীক্ষা আছে, উপযুক্ত প্রমাণ দিতে পারলে শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন। ভারত থেকে যেসব শিক্ষার্থী বাংলাদেশে প্রবেশ করছে তাদের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই। এ ছাড়া যেকোনো ভিসায় ভারত-বাংলাদেশ যাতায়াতে বাংলাদেশ সরকারের কোনও নিষেধাজ্ঞা দেয়নি।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ