ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ও মাটিলা সীমান্ত থেকে নারী-শিশুসহ ৮ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বুধবার সকালে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ২ জন শিশু রয়েছে।
আটককৃত হলো- গোপালগঞ্জ জেলার সদর থানার জলিলপাড় গ্রামের সুশান্ত বাড়ৈর স্ত্রী রিনা বাড়ৈ (৩৭), তার মেয়ে মেঘলা বাড়ে (১৬), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চয়ারডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী সালেহা খাতুন (৪৬) তার ছেলে আসাদুল বিশ্বাস (৩০) এবং একই গ্রামের আসাদুল বিশ্বাসের স্ত্রী মোছা. ফারজানা সুলতানা (তানিয়া) (২০) তার ছেলে মো. ইসমাইল (০২)। পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার ছোটশোলা গ্রামের মৃত- রফিজ গাজীর ছেলে আব্দুল হালিম (৩৭) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার শান্তিভাঙ্গা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে মো. হোসেন ফকির (৪৯)।
৫৮ বিজিবির পরিচালক শাহীন আজাদ জানান, যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ০৬ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। অন্যদিকে, মাটিলা সীমান্তের লেবুতলা গ্রামের মাঠ থেকে দুইজন পুরুষকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে বলে তিনি আরো জানান।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ