ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টায় মামলা

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ১৭:২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে যশরা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাহমুদুল হাসান হিমেলকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে গফরগাঁও থানায় হত্যার চেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যশরা ইউনিয়নের বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

থানায় মামলা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের নিয়ে যশরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে তারিকুল ইসলাম রিয়েল চেয়ারম্যানের নেতৃত্বে দৌলতপুর এলাকার খায়রুল, সুলতান, হযরত আলীসহ ২০ থেকে ২৫ জনের সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাহমুদুল হাসান হিমেলকে কুপিয়ে আহত করে। এছাড়াও ইউনিয়ন যুবলীগের জগলু নামের আরেক কর্মী আহত হয়েছেন। আহত ছাত্রলীগের আহবায়ক হিমেল গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আহত ছাত্রলীগ নেতা হিমেল বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। এখন আমাদের আওয়ামী লীগের হাতেই মার খেয়ে মরতে হয়। ছাত্রলীগ নেতা আরও বলেন, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত যশরা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল এর হুকুমেই আমার উপরে হামলা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘তারিকুল ইসলাম রিয়েল চেয়ারম্যানের নেতৃত্বে অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন হিমেলকে। চেয়ারম্যান নির্বাচিত হয়েই সে এলাকায় একক আধিপাত্য বিস্তার করার জন্যই এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।’

এ ঘটনায় অভিযুক্ত যশরা ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, ছাত্রলীগ নেতা হিমেলের উপর হামলার ও হত্যা চেষ্টার ঘটনায় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েলসহ ১৮ জন নামীয় ও ৭, ৮ জন কে অজ্ঞাত আসামি করে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ