এবার গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শেদ প্রিন্স বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামি হলেন ডিজিটাল মিডিয়ার উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল। গাজীপুরের চীফ মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট মো. কায়সারুল ইসলাম মামলাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রোপলিটন ডিবিতে পাঠিয়েছেন।
মামলার বাদী অ্যাডভোকেট মনজুর মোর্শেদ প্রিন্স জানান, উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল ১ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের এক সাক্ষাৎকার গ্রহণ করেন। সেখানে মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী ও মর্যাদা হানিকর ভাষা ব্যবহার করেছেন। যা পরবর্তীতে ডা. মুরাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়। অশালীন মিথ্যাচার এবং নারী বিদ্বেষী ও নারীর প্রতি এই অবমাননামূলক বক্তব্য নারীর জন্য মর্যাদা হানিকর।
এ ছাড়া জাতীয়বাদী শক্তিকে আহত করে মানসম্মান নষ্ট করেছেন। বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে সমাজের সর্বমহলে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মূলত উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ও বক্তব্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এবং জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার জন্যই ভিডিওটি প্রকাশ হয়। যা সার্বিকভাবে জিয়া পরিবারেরসহ সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর এবং অপমানজনক।
অপরদিকে ডা. মুরাদ বাংলাদেশ সংবিধানের ১৪৮ নম্বর অনুচ্ছেদের তৃতীয় তফসিল অনুযায়ী, সাংবিধানিক শপথ গ্রহণ করেছিলেন, তা ক্রমাগতভাবে নানাবিধ বক্তব্যে এবং কর্মকাণ্ডে ইতিমধ্যে লঙ্ঘন করেছেন। তাই অভিযুক্তদের বিরুদ্ধে সুবিচার পাওয়ার জন্য মামলাটি দায়ের করা হয়।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ