ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গভীর রাতে ছিন্নমূল মানুষের পাশে ডিসি

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ১৪:১০

গভীর রাতে নাটোর রেল স্টেশনে শীতবস্ত্র নিয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নাটোর রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রায় সাড়ে ৪০০ কম্বল তুলে দেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালেহ আল ওয়াদুদসহ অনেকে।

জেলা প্রশাসক মো. শামীম আহমেদ জানান, নাটোরে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশুসহ সব বয়সের মানুষ। গরিব, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সব সময় অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষের পাশে থাকবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ