ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন রাব্বি

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ০১:৪৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে আলোচিত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহকারী বাদল হত্যাকাণ্ডের ঘটনায় কাজীপাড়ার বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বিকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার কসবা উপজেলার বিদ্যানগর গ্রাম থেকে রাব্বিকে নবীনগর থানা পুলিশ গ্রেফতার করে।

রাব্বি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজলার কাজিপাড়া (হাজী বাড়ি) মৃত মমিনুল ইসলামের ছেলে। জোড়া খুন মামলার এজহার ভুক্ত এক নম্বার আসামি নজরুলের ঘনিষ্ঠ সহযোগী এবং ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি আসামি।

গ্রেফতারের পর ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিস্তারিত পুলিশকে জানিয়েছে রাব্বি।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, মামলার আইও ওসি (তদন্ত) নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলা ডিবি পুলিশের সহায়তায় কসবা উপজেলার বিদ্যানগরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে সোমবার রাতে রাব্বিকে গ্রেফতারসহ হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ