ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২১, ২৩:৫৮

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিদান মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিদান একই ইউনিয়নের কাশিপুর গ্রামের শহিদ মিয়া ছেলে। জিদান পৌর শহরের ওয়াশেরপুরের একটি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা গেছে, বাট্টা গ্রামের সুনিল চন্দ্র দাস নিহত জিদানকে ডেকে নিয়ে সুপারি পাড়ার জন্য গাছে উঠায়। এ সময় গাছটি পল্লীবিদ্যুতের তারের ওপর হেলে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিদান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত জিদানের পরিবার লোকজন অভিযোগ, জিদান প্রলোভন দিয়ে ইচ্ছার বিরুদ্ধে গাছে উঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মো. কাজী শাহনেওয়াজ জানান, নিহতের লাশ উদ্ধার সুরতহাল করা হচ্ছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ