পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মাছ বাজারে থেকে ৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে মাছটি জব্দ করে বনবিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে মৎস্য বন্দর মহিপুর থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যবসায়ী মাছটি বিক্রি করতে কলাপাড়া শহরে নিয়ে আসেন। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ওই মাছ ব্যবসায়ী পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল্লার নির্দেশক্রমে মাছটি মাটিচাপা দেওয়া হয়। কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছটি জব্দ করা হয়েছে।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ