ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ঈশ্বরদীতে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২১, ০৫:৪৫

সোমবার থেকে ঈশ্বরদীতে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। শীতের পাশাপাশি উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের মানুষ। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো।

রিকশাচালক জামরুল জানান, আজ প্রচণ্ড শীত লাগছে। ঠাণ্ডার জন্য রিকশা চালানো যাচ্ছে না। পেটের দায়ে ঘর থেকে বের হলেও ঠাণ্ডার কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না।

ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, সোমবার (২০ ডিসেম্বর ) ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমের এটিই ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা। ঈশ্বরদীতে শীতের তীব্রতায় মার্কেটগুলোতে বেড়েছে গরম কাপড় কেনাকাটা। দিনমজুর, ছিন্নমূল নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন ভিড় জমাচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলোতে ও ফুটপাতের দোকানে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ