ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মোহনপুরে অতিরিক্ত মদপানে আদিবাসীর মৃত্যু

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২১, ২০:০৮

রাজশাহীর মোহনপুর উপজেলার ঝালপুকুরিয়ার আদিবাসী পাড়ার কাছে বেলনা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সুনীল নামের আদিবাসী ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত আদিবাসী ব্যক্তির নাম সুনীল (৫৪)। তিনি তানোর উপজেলার তালন্দ মালীপুকুর গ্রামের মৃত জীবন কৃষ্ণের ছেলে।

সুনীল গত ১৯ ডিসেম্বর রাতে অতিরিক্ত পরিমাণ চোলাই মদ পান করে সাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে ঝালপুকুরিয়ার আদিবাসী পাড়ার অদুরে বেলনা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে বিশ্রাম নেওয়ার জন্য বসে এবং এক পর্যায়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়।

সোমবার স্থানীয় লোকজন কাছে গিয়ে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানের কারণে স্ট্রোক করে মারা গেছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ