ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদ্মা সেতুর চুরি হওয়া মালামালসহ গ্রেফতার ১২

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২১, ১৭:৫৭

পদ্মা সেতুর চুরি হওয়া সাড়ে চার হাজার কেজি গ্যালভানাইজিংসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এগুলো গত জুলাইয়ে বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেল থেকে চুরি হয়ে যায়।

রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনার বদপুরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে চট্টগ্রামের সদরঘাট নৌ থানা পুলিশ। এসব মালামালের আনুমানিক মূল্য সাড়ে ১৩ লাখ টাকা।

এগুলো বহনকারী দুটি নৌকাও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৩ জুলাই চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জ যাওয়ার সময় বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজ। এতে পদ্মা সেতুর প্রায় এক হাজার ২০০ মেট্রিক টন লোহার পণ্য ছিল। সেতু কর্তৃপক্ষ পর্যায়ক্রমে সেগুলো উদ্ধারে কাজ শুরু করে।

উদ্ধারকৃত কিছু পণ্য নির্দিষ্ট স্থানে রেখে আসা হয়। এর ১৫-১৬ দিনের মধ্যে অবশিষ্ট মালামাল চুরি হয়ে যায়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, রবিবার দিবাগত রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে বেশকিছু মালামাল পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন ডুবুরি। বাকি তিন জন তাদের সহকারী। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ