সম্মানী ভাতা বন্ধ থাকায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছে আন্দোলনরত চিকিৎসকরা।
দাবি সম্বলিত একটি স্মারকলিপি সোমবার সকালে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে প্রদান করেন তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সম্মানী ভাতা না পাওয়া গেলে আরো কঠোর কর্মসুচি পালন করা হবে বলে ঘোষণা করেন আন্দোলনকারীরা।
কর্মবিরতি পালন করা ইন্টার্ন চিকিৎসক সানজিদ জাহান সিদ্দিকি বলেন, ‘আমরা ৪৫ জন ইন্টার্ন চিকিৎসক হিসেবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কাজ করে যাাচ্ছ। আমাদের আটজন ইন্টার্ন চিকিৎসক ছয় মাস যাবত ও ৩৭ জন দুই মাস যাবত তাদের সম্মানী ভাতা পাচ্ছেন না। বিষয়টি নিয়ে আমরা কয়েক মাস ধরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকর সাদেকুর রহমান ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আলীর সাথে আলোচনা করে যাচ্ছি। কিন্তু আমরা আমাদের সম্মানী ভাতা পাচ্ছি না। তাই বাধ্য হয়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছি। যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের সম্মানী ভাতার ব্যবস্থা না করা হয় তবে আগামীতে আরো কঠোর কর্মসুচি পালন করা হবে।’
এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.খন্দকার সাদেুকুর রহমান বলেন, ‘বর্তমানে হাসপাতালে ৪৫ জন ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। তারা থাকায় রোগীদেও সেবা দিতে সুবিধা হয়। যদি তারা কর্মবিরতিতে যায় তাহলে চিকিৎসা সেবা দিতে আমাদের কিছুটা বেগ পেতে হবে। আমরা তাদের এই কর্মসূচি প্রত্যাহার করতে অনুরোধ করছি। আর দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্মানী ভাতা দিতে মন্ত্রনালয়কে অনুরোধ জানিয়েছি।’
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ