ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নবীনগরে খুনের মামলার ২ আসামি চেয়ারম্যান প্রার্থী 

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২১, ২০:২৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) ও তার সহযোগী বাদল সরকারকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় এরশাদুলের ভাই আকতারুজ্জামানের করা মামলাটি নথিভুক্ত করে নবীনগর থানা পুলিশ।

মামলার এজহারভুক্ত ১৫ আসামির মধ্যে দুইজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এরা হলেন- সজীব চৌধুরী (শামীম আব্দুল্লাহ) ও রফিকুল ইসলাম রতন। এরা দুজনই আসন্ন নাটঘর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। নিহত এরশাদুলও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, আজ থেকে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হবে। পুলিশের সঙ্গে অন্য সংস্থাগুলোও কাজ করছে। ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি নাটঘর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ