ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নওগাঁয় বিস্তীর্ণ মাঠে কৃষকের হলুদ স্বপ্ন

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২১, ১৫:২০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১, ১৫:২৪

নওগাঁয় হলুদ ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। যত দূর চোখ যায়, কেবল হলুদ আর হলুদ। সরিষাগাছের সজ্জিত সমারোহে প্রকৃতি তার সৌন্দর্যের বুনন করছে। আর প্রতিটি ফুলে দুলছে কৃষকের স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এ বছর রয়েছে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা।

সরেজমিনে জেলার বিভিন্ন মাঠ ঘুরে সরিষা চাষের এমনই চিত্র দেখা গেছে। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ। মৌমাছির গুনগুন শব্দে ভরপুর ক্ষেত-খামার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ৩২ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য ঠিক করা হয়েছে।তবে লক্ষ্যমাত্রার চেয়েও এক হাজার ৫৪০ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ হয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো পাওয়ার আশা তাদের। আর বেশি কুয়াশা হলে সরিষাখেতের ক্ষতি হতে পারে। সরিষা জমিতে বপন করার পর থেকে তিন মাসের মতো সময় লাগে পরিপক্ব হতে। সরিষার বপনের পর ফুল আসে এক মাস পর। দেড় মাস পর ফুলে সরিষা ধরে।

নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের কৃষক আমির বলেন, ‘আমি চার একর জমিতে সরিষা চাষ করছি। এখনও পর্যন্ত আবহাওয়া ভালো আছে। তাই সরিষার চাষও ভালো হয়েছে। বাজার যদি ভালো থাকে, ২ হাজার টাকা মণ বিক্রি করতে পারব।’

রানীনগর উপজেলার কুনৌজ গ্রামের কৃষক বাচ্চু জানান, এবার দুই বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন তিনি। তার সরিষা ক্ষেত খুবই ভালো হয়েছে। এখন পর্যন্ত তার ক্ষেতে কোনো রোগবালাই দেখা দেয় নাই। আশা করছেন, এবার ভালো ফলন পাবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ জানান, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও এক হাজার ৫৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা। গত বছরের তুলনায় এ বছর বেশি পরিমাণ সরিষা চাষ হয়েছে। ঠিক সময়ে জমি চাষযোগ্য হওয়ায় এলাকার কৃষকরা সুযোগ বুঝে সরিষা চাষ করেছেন। প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি না হলে জেলায় সরিষা আবাদে বাম্পার ফলনের সম্ভাবনা। এছাড়াও কৃষি বিভাগের পক্ষ তেকে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগীতা দেওয়া হচ্ছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ