ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মাগুরায় ‘রক্তাক্ত করোটি’ মঞ্চস্থ

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২১, ১৩:২৯

মাগুরা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) বধ্যভূমিতে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার বধ্যভূমিতে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে নাটক রক্তাক্ত করোটি মঞ্চস্থ হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) রাতে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় এ নাটক মঞ্চস্থ হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়ালি যোগ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উদ্বোধক হিসেবে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

মুক্তিযুদ্ধে মাগুরার প্রেক্ষাপট নিয়ে শাহীন রেজা রাসেলের রচনায় এবং ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় এ নাটকে স্থানীয় শিল্পীরা অংশ নেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ