ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজবাড়ীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২১, ১৮:১৬

মহান বিজয় দিবস ও রাজবাড়ী মুক্তদিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বেলা ১১টায় রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন হেল্পলাইন ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস।

প্রধান আতিথি হিসেবে বক্তৃতা রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র মো. আলমগীর সেখ তিতু, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সৈয়দ সিদ্দিকুর রহমান,ডা.ইকবাল হোসেন, ক্যাপ্টন ডা.সুমন হুসাইন,ডা.শরীফ ইসলাম প্রমুখ।

জেলার যে ৬ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া তারা হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বাকাউল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ওহাব আলী সেখ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা মো. সলিম উদ্দিন মণ্ডল, ও বীর মুক্তিযোদ্ধা করিমুল হক।

বক্তারা বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দিয়ে তারা ঋণমুক্ত হওয়ার কিঞ্চত সুযোগ পাওয়ায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে সম্মাননা হিসেবে তাদের হাতে একটি ক্রেস্ট ও শাল তুলে দেওয়া হয়।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ