সিলেট বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ঘটেছে তুলকালাম কাণ্ড। এসময় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হন। চলে চেয়ার ছোড়াছুড়ি। সংঘর্ষ থামাতে বিএনপির কেন্দ্রীয় নেতারা এগিয়ে আসলেও হয়নি কোন কাজ। বরং সংঘর্ষ ছড়ায় মূল সড়কে। তবে কোন দুই পক্ষের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে তা শনাক্ত করা যায়নি। সংঘর্ষের সময় রেজিস্ট্রারি মাঠের চারপাশে উত্তেজনা ছড়ায়। জনসাধারণরা আতঙ্কিত দিবিদিগ ছুটাছুটি করেন। তাৎক্ষনিক আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
শনিবার (১৮ ডিসেম্বর) বেলা পৌনে ৩ টার দিকে সিলেট বিএনপির আয়োজনে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় চার নেতা। পরে পরিস্থিতি শান্ত হলে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া সমাবেশে।
এ ছাড়া সমাবেশে মির্জা ফখরুল ছাড়াও বিশেষ অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবন।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ