বগুড়ায় বাসের ধাক্কায় শেখ মো. শেফগাতুল্লাহ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার দক্ষিণ পাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেফগাতুল্লাহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উলিপুর এলাকার শাহেদুজ্জামানের ছেলে। তবে তারা বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় ভাড়া বাসা থাকতো। এছাড়া শেফগাতুল্লাহ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়াশুনা করতো। এ ঘটনায় হাসান আলী (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শাজাহানপুর থানার এস আই আরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে শেফগাতুল্লাহ ও হাসান আলী বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আড়িয়াবাজার এলাকার পৌঁছালে পিছন থেকে ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শেফগাতুল্লাহর মৃত্যু হয়। এছাড়া পিছনে বসে থাকা হাসান আলী গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, পরবর্তী আইনি পদক্ষেপ হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ