টাঙ্গাইলের কালিহাতীতে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রেহানা বেগম (৪৫) উপজেলার সরাগী এলাকার শামীম মিয়ার স্ত্রী। এসময় তার কাছ থেকে ২টি ভুয়া নিয়োগপত্র একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর কমান্ডার আল মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি ভুয়া নিয়োগপত্রসহ ওই নারীকে গেফতার করা হয়। গ্রেফতারকৃত রেহানা বেগম ভুয়া নিয়োগপত্র দিয়ে ৬ জন যুবকের কাছ থেকে ৫৪ লাখ হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা উচ্চ সুদে ঋণ নিয়ে এবং তাদের সম্পত্তি বিক্রি করে রেহানা বেগমকে টাকা দিয়েছে। গ্রেফতারকৃত রেহানা বেগমকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।’
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ