ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে সানজিদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ইতালী প্রবাসি সুজন শেখের একমাত্র পুত্র সন্তান।
নিহত শিশুর চাচা শিক্ষক জব্বার মাতুব্বর জানান, নিহত সানজিদের বাবা সুজনের আগামীকাল ইতালী যাবার কথা। এ উপলক্ষে বাড়ীর সকল সদস্য আনন্দ ফুর্তি করছিল। এই ফাঁকে সানজিদ সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের মধ্যে থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি মোল্যা জানান, কয়েকমাস আগে ছুটিতে ইতালী থেকে বাড়ি এসেছিল সুজন। আগামীকাল সুজনের ইতালী যাওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকল আত্মীয়স্বজনের উপস্থিতিতে বাড়িতে অনুষ্ঠান চলছিল। এর ফাঁকে সুজনের ছেলে শিশু সানজিদ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়। উৎসবের বাড়ি শোকে পরিণত হয়েছে। শিশু সানজিদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ