ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সিলেটে সাইকেল চালিয়ে বিজয় বরণ

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২১, ১৫:২১

সাইকেল চালিয়ে বিজয়ের সকালকে স্বাগত জানালো সিলেটের সাইক্লিং কমিউনিটি। 'বিজয় র‍্যালি' নাম দিয়ে এ কমিউনিটির অন্তত পাঁচ শতাধিক সদস্য বাইসাইকেল নিয়ে জড়ো হন সিলেট নগরীর চৌহাট্টা এলাকায়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় তারা এ র‍্যালি শুরু করে নগরীর রিকাবীবাজার হয়ে ক্বীনব্রিজে গিয়ে শেষ করেন।

লাল সবুজের পোশাকে তারুণ্যের অংশগ্রহণে গত কয়েক বছর থেকে বিজয়ের সকালে সাইক্লিং কমিউনিটির এ র‍্যালি নগরবাসীর কাছ বাড়তি এক আকর্ষণ হিসেবেই পরিণত হয়। তাইতো সড়কের উভয় পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তারুণ্যের এ দলকে উৎসাহ দিয়ে হাততালি দিতেও দেখা যায়।

র‍্যালিতে অংশ নেওয়া আঞ্জুমানারা খানম নামের একজন বলেন, 'আজ বিজয়ের দিন। এ দিন বাংলার আকাশে উড়েছিলো বিজয় নিশান। তাইতো সে সময়কার আনন্দ উপভোগ করতে আমরা এ প্রজন্ম সাইকেল র‍্যালি করে থাকি। গর্বের এ বিজয়ের দিনে বিজয় বরণে সাইকেল র‍্যালিতে অংশ নিতে পেরে আমি আনন্দিত।'

এর আগে ভোরে শহীদদের স্মরণে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কার্যক্রম। এসময় একেক একে শ্রদ্ধা জানান সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, সিলেট মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ