ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী হামলা

প্রকাশনার সময়: ১০ জুলাই ২০২১, ১৭:৪৩

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী হামলায় কয়েকটি ঘরের দরজা-জানালায় ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার ( ৯ জুলাই) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের চরজিনারী গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক নির্মিত আশ্রয়ণ প্রকল্পের মিস্ত্রীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ সামগ্রী থাকা একটি ঘরের দরজা ও দুটি জানালা কুপিয়ে কেটে ফেলে। একটি জানালা সম্পূর্ণ কেটে ফেলে তারা। পরে আশেপাশের লোকজন চলে আসায় তারা পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, রাতেই পুলিশ বাহিনীসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসক স্যারের নির্দেশ অনুযায়ী মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। চাঁদা ছাড়াও এ হামলার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ