বিজয় দিবসের ছুটির সঙ্গে দু-দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিনদিন ছুটি থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের ভিড় বেড়েছে।
বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এক হাজার যানবাহন পাটুরিয়া ঘাট পারের অপেক্ষায় রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ঘাট এলাকায় দায়িত্বরত শিবালয় থানার ডিউটি অফিসার এএসআই রফিক বলেন, টানা তিনদিনের ছুটি থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের ভিড় বেড়েছে। ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত দুটি লেনে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস পর্যন্ত এক লেনে কয়েক’শ পরিববহন বাস নৌরুট পারের সিরিয়ালে রয়েছে। চাপ এড়াতে ছোট গাড়িগুলো টেপড়া থেকে ভেতরের সড়ক দিয়ে ঘাটমুখী পাঠানো হচ্ছে।
তবে ঘাটে যানবাহনের ভিড় থাকায় অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন, পরিবহন বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ