ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সাভারে কারখানায় আগুন, ৫ কোটি টাকার ক্ষতি

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:০৯

ঢাকার সাভারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিষ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কারখানার মালিক।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দি বৈলাপুর এলাকায় সান কর্পোরেশন কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিষ তৈরির কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় মুহুর্তের মধ্যে পুরো কারখানায় তা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানাটির মালিক নাজিম উদ্দিন। কারখানাটিতে বিভিন্ন ফসলে পোকা মাকড় দমনের বিষ তৈরি করা হতো।

উল্লেখ্য, গেল কয়েকদিনে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে প্রায় দশটি স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ