ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শপথ নিলেন গাইবান্ধা সদরের ১৩ ইউপি চেয়ারম্যান

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫৯

গাইবান্ধা সদর উপজেলার নবনির্বাচিত ১৫ জন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন তাঁদের শপথ বাক্য পাঠ করান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোকসানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, ‘সদর উপজেলার ভোটারদের বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। উন্নয়নে পিছিয়ে থাকা বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। জনসেবায় কোন ধরনের অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না।’

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ করেন- লক্ষীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের আবুল কালাম আজাদ, মালীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ঘোড়া প্রতীকের সোয়েব মো. রাসেল, কুপতলা ইউনিয়নের চেয়ারম্যান চশমা প্রতিকের রফিকুল ইসলাম তারা, সাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনারস প্রতীকের মশিউর রহমান মিঠুল, বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান আনারস প্রতীকের জুলফিকার রহমান, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আনারস প্রতীকের মোসাব্বীর হোসেন, বাদিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান আনারস প্রতীকের সাফায়েতুল হক পাভেল, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান চশমা প্রতীকের শহিদুল ইসলাম সাবু, খোলাহাটী ইউনিয়নের চেয়ারম্যান ঘোড়া প্রতীকের মাসুম হক্কানী, ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান নৌকা প্রতীকের আমিনুর জামান রিংকু, গিদারী ইউনিয়নের চেয়ারম্যান নৌকা প্রতীকের হারুনুর রশীদ ইদু, কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান আনারস প্রতীকের মতিয়ার রহমান ও মোল্লাচর ইউনিয়নের চেয়ারম্যান নৌকা প্রতীকের সাইদুজ্জামান সরকার।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ