ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফরিদপুরে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:২৫

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে মুখোশের গল্প শোনালেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন। পরে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোল্যা-বিপিএম, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হেলাল উদ্দিন ভূইয়া প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, এনামুল হক, ইমারত হোসেন, আব্দুস সালাম, তোতা মিয়া।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতা যুদ্ধের সময় স্ব স্ব স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ