কক্সবাজার পেকুয়ায় অসাবধানতায় ধান ভানার মাড়াইকলে মাথা ঢুকে মায়মনা বেগম (৭৩) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দক্ষিণ সবজীবন পাড়া এলাকায় ধান চিড়াইয়ের (ধান থেকে চাল উৎপাদন) সময় এ ঘটনা ঘটে। মায়মনা বেগম ওই এলাকার আহমদ হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে মাহমুদুল করিম বলেন, সকাল থেকে বাড়ির উঠানে মাড়াইকলে ধান ভানছিলাম। কলের পাইপ পরিষ্কার করার সময় অসাবধানতায় মেশিনের বেল্টে মায়ের কাপড় আটকে যায়। মুহূর্তের মধ্যে মাথার চুলের সাথে বেল্ট পেঁচিয়ে যাওয়ায় মায়ের মাথার খুলি উঠে যায়।
ইউপি চেয়ারম্যান বদিউল আলম জিহাদী বলেন, গুরুতর আহত মায়মনা বেগমকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ধান মাড়াইয়ের সময় একজন বৃদ্ধা মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ