সিলেটের গোয়ানইঘাট উপজেলার জাফলং ডাউকি নদীতে বালু উত্তোলনের সময় এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম হযরত আলী। তিনি উপজেলার ১০নং আলীর গাঁও ইউনিয়নের তিতকুল্লী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন ডাউকি নদীতে ডুব দিয়ে বালু উত্তোলন করার সময় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
এদিকে স্থানীয়রা জানান, নদীর গভীর গর্তের পানির নিচে ডুব দেন হজরত আলী। এ সময় গর্তের পাড় ধ্বসে মাটি চাপা পড়ে হযরত আলী মারা যান। পরে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা পানির নিচ থেকে ডুব দিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, হযরত আলী নামের এক বারকি শ্রমিক নিহত হয়েছেন। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জাফলং ডাউকি ও পিয়াইন নদীকে প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকা ঘোষণা করেন হাইকোর্ট।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ