বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও করোনা সামগ্রী দিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনটেটর মেশিন ও করোনা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকোনুজ্জামান, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ সহ নেতারা।
প্রধান অতিথি এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত ছড়ানো যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় প্রতিটি মানুষ পর্যায়ক্রমে করোনার টিকা গ্রহণের আওতায় আসবে।
নয়া শতাব্দী/ এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ