ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোপালগঞ্জে ৪৭ ব্যক্তিকে জরিমানা

প্রকাশনার সময়: ১০ জুলাই ২০২১, ১২:৪১ | আপডেট: ১০ জুলাই ২০২১, ১৩:১৪

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৪৭ ব্যক্তিকে ২৫ হাজার ৩’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১০ জুলাই) সকালে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ।

তিনি জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে জেলা শহরসহ ৫টি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরা, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৪৭ ব্যক্তিকে মোট ২৫ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ সাধারন মানুষ যাতে মেনে চলেন তার জন্য আগামী দিনগুলোতেও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/ এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ