ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬

নিজেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগে আশরাফুল আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আশরাফুল নিজেকে এলাকায় এসবি, ডিএসবি, ডিবি, ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে থাকে। শনিবার রাতে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হাওলাদার ঘটনাস্থল থেকে ওই যুবককে পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত আশরাফুল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মো: শহিদ আলীর ছেলে।

এ ঘটনায় শ্রীপুর থানায় হারুন-অর-রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জানা যায়, আশরাফুল এলাকায় দীর্ঘদিন যাবৎ এসবি, ডিএসবি, ডিবি, ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন করে আসছে।

উপজেলার নিমাইচালা গ্রামের হারুন অর রশিদের নিকট তার এক সহযোগিকে নিয়ে নিজেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। এছাড়া ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে বরমী ইউনিয়নের গোলাঘাট বাজার এলাকায় জনৈক শুভন বেপারীর সাথে ডেপুটি ম্যাজিষ্ট্রেট পরিচয় প্রদান করে। এসময় স্থানীয় লোকজন মিলে তাকে আটক করে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি জানায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হাওলাদার শনিবার রাতেই ঘটনস্থলে অভিযান চালিয়ে ডেপুটি ম্যাজিষ্ট্রেট পরিচয়দানকারী আশরাফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় হারুন-অর-রশিদ বাদী হয়ে আশরাফুল ও তার সহযোগী মো: ফারুক ঢালীর বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক নাইমুল হক জানান, ভূয়া ডেপুটি ম্যাজিষ্ট্রেট আটকের ঘটনায় মামলা হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ