‘সত্যের নতুন সারথি’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের প্রথম ডিজিটাল দৈনিক, ‘দৈনিক নয়া শতাব্দী’ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। রোববার রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলায় পাঠকের হাতে পৌঁছে গেছে নয়া শতাব্দীর উদ্বোধনী সংখ্যা।
নতুন এই সংবাদ মাধ্যমের আত্মপ্রকাশ উপলক্ষে রোববার (১২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার বলেন, ‘দেশে সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতাও চলছে। ভুল তথ্যের বিশাল জায়গা থেকে সঠিক তথ্য বের করে নয়া শতাব্দী বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থা অর্জন করবে। অনেক পত্রিকার ভিড়ে পত্রিকাটি অনন্যসাধারণ হয়ে উঠুক এটাই প্রত্যাশা।’
গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম মিন্টু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ তথ্য প্রযুক্তির সুবর্ণ সময় পার করছে। দেশের প্রথম ডিজিটাল পত্রিকা হিসাবে আত্মপ্রকাশ করা গণমাধ্যমটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই শুভ কামনা করছি।’
প্রবীণ সাংবাদিক সুুপ্রিয় ধর বাচ্চু বলেন, ‘নয়া শতাব্দী সমাজের ত্রুটি এবং অসংগতি যেভাবে পরিবেশন করবে, একই সঙ্গে দেশ ও জাতির এগিয়ে চলার গল্পটাও জনগণকে জানাতে সমর্থ হবে। পাশাপাশি সমাজের দর্পণ হিসেবে সমাজকে সঠিক পথে প্রবাহিত করার জন্যও এই গণমাধ্যমটি অনবদ্য ভূমিকা রাখবে।’
নয়া শতাব্দীর গৌরীপুর প্রতিনিধি মো: আলী ভূঁইয়া রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন, বিজন সরকার প্রমুখ।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ