ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে ট্রাকের চাকায় পৃষ্ট বাবা-ছেলেসহ ৩ জন

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২১, ১০:৪২

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় বাবা-ছেলে প্রাণ হারিয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোদাগাড়ি উপজেলার বিজয়নগরে এই সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। বাবা ঘটনাস্থলে এবং ছেলেকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

এছাড়া একইদিন রাতে রাজশাহী নগরীর আলীগঞ্জ বাগানপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর উপকণ্ঠ পবার দামকুড়া এলাকার বাসিন্দা আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহিম (২৫) এবং নগরীর আলীগঞ্জ বাগানপাড়া এলাকার বাসিন্দা পারভেজ।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম নয়া শতাব্দীকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। ওসি কামরুল ইসলাম বলেন, রাতে আধারে গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় যানবাহন সনাক্ত করা যায় নি। তবে ধারণা করা হচ্ছে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, গোদাগাড়ি উপজেলার নিমপাড়া গ্রামে ইব্রাহীমের শশুরবাড়ি থেকে বাবা ছেলে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সালাম মারা যান।

আর ছেলেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে ইব্রাহীম মারা যান।

অপরদিকে, রাত ৮টার দিকে রাজশাহী নগরীর আলীনগর এলাকায় রাজশাহী বাইপাস মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পারভেজ নিহত হন। রাজশাহী নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক মোতালেব নিহতের তথ্য নিশ্চিত করেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ