ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সালিশে মারধরের শিকার যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২১, ১২:১৮

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক মারা গেছেন। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত আসাদ মিয়া (৩০) উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা (বগাটিয়া) গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।

আটককৃতরা হলেন, উলুকান্দা গ্রামের মজনু মিয়া (৬০), সিরাজুল ইসলাম (৫৫) ও সাফায়েত উল্লাহ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গাংধরকান্দা গ্রামের কামাল মিয়ার সঙ্গে উলুকান্দা গ্রমের আব্দুল্লাহর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিষয়টি মিমাংসার জন্য উলুকান্দা এলাকায় স্থানীয় লোকজন সালিশে বসেন। এ সময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে কামাল মিয়াসহ তার লোকজন আব্দুল্লাহর ছেলে আসাদকে বেধড়ক মারপিট করে মারাত্মকভাবে আহত করেন। পরে স্বজনরা তাৎক্ষণিকভাবে আসাদকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় একটা হত্যা মামলা হয়েছে এবং তিনজনকে আটক করেছে পুলিশ।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ