ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সরকারি কর্মচারীকে জিম্মি করে মুক্তিপণ আদায়

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ১৯:২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সরকারি কর্মচারীকে জিম্মি করে মুক্তিপণ আদায় করেছে সংঘবদ্ধ চক্র। পরে চোখে মরিচের গুঁড়া দিয়ে তাকে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার তেজেন্দ্র কুমার দেবনাথ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গোপনীয় সহকারী পদে কর্মরত।

তেজেন্দ্র কুমার দেবনাথ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে ফেনী যাওয়ার উদ্দেশে তিনি একটি মাইক্রোবাসে ওঠেন। সেখানে আগে থেকেই যাত্রীবেশে ৬-৭ জন ব্যক্তি ছিল। চলন্তগাড়িতে একপর্যায়ে তারা তার গলায় গামছা বেঁধে মারধর করতে থাকে এবং পরিচয় জানতে চায়।

পরিচয় জেনে ২০ লাখ টাকা দাবি করে। তিনি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা হত্যার হুমকি দেয়। শেষে ৩ লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। নিরুপায় হয়ে তিনি স্ত্রীকে ফোন করে সংঘবদ্ধ চক্রের দেওয়া নম্বরে টাকা পাঠাতে বলেন। তার স্ত্রী ও ভাই আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নিয়ে ওই চক্রের দেওয়া ০১৮৮৭৪৬৬০৯৭ নম্বরে ১ লাখ ২৫ হাজার টাকা, ০১৭৬৬২৩৬৮৪২ নম্বরে ৫০ হাজার টাকা, ০১৮৮৩৫৫৮২২১ নম্বরে ৫০ হাজার টাকা, ০১৯৯৮৬০৫০৯৭ নম্বরে ৫০ হাজার টাকা এবং ০১৩১৭১৯০৬৯৭ নম্বরে ২৫ হাজার টাকা পাঠিয়েছেন।

তেজেন্দ্র কুমার দেবনাথ আরও জানান, তাকে গাড়িতে রেখে বাইরে থাকা চক্রের অন্য সদস্যদের ফোন করে টাকাগুলো তুলে নেওয়ার ব্যাপারে নিশ্চিত হয় তারা। এরপর কিছুক্ষণ তাকে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত ১০টার দিকে ফেনীর লালপোল এলাকায় নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় তার চোখে মরিচের গুঁড়া লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি বাসায় ফিরেছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ