ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বগুড়ায় নৌকার প্রার্থীকে অপহরণ চেষ্টা

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ১৯:১১

বগুড়ার নন্দীগ্রামে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগে ​বিদ্রোহী প্রার্থীর ৬ জনকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর বাজারে এ ঘটনা ঘটে।

নৌকার প্রার্থীর দাবি, ওই যুবকরা তাকে অপহরণ করতে গিয়েছিল। পরে জনতা তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। আহতরা হলেন- বগুড়া শহরের চেলোপাড়ার আকাশ (২৫), সোহাগ (১৮), শাহিনুর (৪০), নন্দীগ্রামের পাইকড় কুড়ি গ্রামের কাব্য(২০) তার বড় ভাই শুভ (২৮) ও বীরকুঞ্জ গ্রামে হামিদুল (৪৫)।

জানা গেছে, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফু শুক্রবার স্থানীয় পন্ডিতপুকুর বাজারে টাইগার ক্লাবের সামনে বসে ছিলেন। দুপুর ১২ টার দিকে ১০-১২ জন যুবক সেখানে ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও মাহফুজারের বড় ভাই মোরশেদুল বারীকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে ওই যুবকরা মাহফুজার রহমানকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এসময় বাজারের লোকজন অপহরণের বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ঘিরে ফেলে এবং ৬ জনকে আটক করে। পরে তাদেরকে গনধোলাই দেয়া শুরু করলে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

নৌকা মার্কার প্রার্থী মোরশেদুল বারী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ার ম্যান প্রার্থী আব্দুল্লাহেল বাকী কয়েকদিন যাবত আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। তারই ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আমাকে অপহরণ করতে আসে। আমাকে না পেয়ে সন্ত্রাসীরা আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে।’

তবে নৌকার প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল্লাহের বাকী। তিনি বলেন, ‘যাদের উপর হামলা করে মারধর করা হয়েছে তারা সবাই আমার আত্মীয়-স্বজন। নির্বাচন উপলক্ষে তারা আমার বাড়ীতে সকালে এসেছিল। দুপুরে ফিরে যাওয়ার সময় নৌকার প্রার্থী মোরশেদুল বারী পরিকল্পিতভাবে তার লোকজন দিয়ে হামলা চালিয়ে আমার লোকদের মারধর করে।’ এ ঘটনায় তিনি নৌকার প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিত পুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হরিদাস মন্ডল বলেন, ‘স্থানীয় জনগনের রোষানল থেকে ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

উল্লেখ, আগামী ২৬ ডিসেম্বর ওই ইউনিয়নে নির্বাচন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ