ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এসআই’র গোপনাঙ্গ কাটায় মামলা, স্ত্রী জেলহাজতে

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল-আমিনের গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনায় ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার স্ত্রী রুপসী দেওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি করা হয়।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার বাবা বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রুপসী দেওয়ানকে শুক্রবার সকাল ৯টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় গুরুতর আহত ইফতেখারকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় রাত সাড়ে ৮টায় এ্যাম্বুলেন্সযোগে পুলিশ কর্মকর্তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার স্ত্রী রুপসী দেওয়ান পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার কথা স্বীকার করেছেন।

তার দাবি, তার স্বামী একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। সে ক্ষোভ থেকেই তিনি এ কাণ্ড করেছেন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রুপসী দেওয়ান বোয়ালিয়া থানায় পুলিশ হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার রাত ১২টার পর ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার বাবা বাদি হয়ে তার ছেলের স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলা তাকে শুক্রবার সকাল ৯টার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ