ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বগুড়ায় নৌকা বিরোধী ১০ নেতাকে অব্যাহতি

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ১৮:০১

বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ১০জন নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টার ও সাধারণ সম্পাদক জিএম ফিরোজ স্বাক্ষরিত অব্যাহতিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন- কালেরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক মাষ্টার ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিহাবুল জোয়ারদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম আকন্দ, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, সদস্য গোফার তরফদার, ফরিদ উদ্দিন প্রাং, জামাল উদ্দিন প্রাং ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন মন্ডল।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, গত ২৮ নভেম্বর কালেরপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হারেজ উদ্দিন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে উল্লেখিত নেতৃবৃন্দ নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।

কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টার বলেন, আ.লীগ মনোনিত প্রার্থীর আবেদনের ভিত্তিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০জন নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ