ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাটাখালীর পৌর মেয়র বরখাস্ত

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ০৯:১১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে বিতর্কিত বক্তব্য ভাইরাল হওয়ায় দেশজুড়ে আলোচনায় থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল জলিল তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেয়র আব্বাসকে বরখাস্তের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল জানান, মেয়র আব্বাসের বিরুদ্ধে অনাস্থাপত্র, রেজুলেশনের কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আগেই পাঠানো হয়েছিল। পৌর মেয়র আব্বাস আলীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা হয়েছে। তাকে সেই মামলায় ১ ডিসেম্বর গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলাবাহিনী। রিমান্ড শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এরপরই মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

পরে এর আদেশ দিয়ে গতকাল ৮ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মান্নান সাক্ষরিত ওই প্রজ্ঞাপনটি আজ তারা পেয়েছেন বলেও জানান- জেলা প্রশাসক। এর আগে রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী। এরপরই তার বিরুদ্ধে মাঠে নামে স্থানীয় আওয়ামী লীগ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ১২ কাউন্সিলর তার প্রতি অনাস্থা জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন। বৃহস্পতিবার তিনদিনের রিমান্ড শেষে মেয়র আব্বাস আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ