বাগেরহাটের মোংলা থেকে সুন্দি প্রজাতির ৫৫টি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে মোংলা উপজেলার দিগরাজ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫টি কচ্ছপসহ তৌহিদ সরদার (৩০) নামের এক যুবকে আটক করা হয়। জব্দ কচ্ছপ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বন বিভাগ বা পুলিশ কারো কাছেই কচ্ছপ উদ্ধারের ঘটনায় আটক কোন ব্যক্তিকে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছে ওই বাহিনী দুটি। আর আটক ওই যুবকের ঠিকানা বা বিস্তারিত কোন পরিচয়ই কোস্টগার্ড তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বলছে, তাদের কাছে কেবল উদ্ধার হওয়া ৫৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়েছে। এসময় কাউকে আটক হয়েছে এমনটা তারা জানেন না। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, কোস্টগার্ড ৫৫টি কচ্ছপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। উদ্ধার কচ্ছপগুলোকে যশোর এলাকায় অবমুক্ত করা হবে। তবে কোস্টগার্ডের পক্ষ থেকে আটক কাউকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে শুধু ৫৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ করা হলে কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, আটক তৌহিদ সরদারকে পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। কচ্ছপ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ, খুলনার নিকট হস্তান্তর করি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ আটক ব্যক্তির বিষয়ে কিছুই জানেনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ওই বিভাগের পরিদর্শক রাজু আহমেদের কাছে তাকে হস্তান্তর করেছি। রাজু আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কাছে শুধু ৫৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোন ব্যক্তি আটক করা হয়েছে কি না আমার জানা নেই। আমরা শুধু কচ্ছপ পেয়েছি।
এ প্রসঙ্গে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কোস্টগার্ড বা বন বিভাগ সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে কোনো আসামি পাঠায়নি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ