ভুয়া এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করায় দীপঙ্কর বিনোদ শর্মা ওরফে ডিবি শর্মা নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে শহরের হাসপাতাল সড়কের নিজ চেম্বার থেকে তাকে আটক করা হয়।
প্রতিষ্ঠানিক কোনো যোগ্যতা না থাকলেও ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে বলে জানিয়েছে র্যাব।
আটক দীপঙ্কর মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জগদিস চন্দ্র শর্মার ছেলে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কোন প্রতিষ্ঠানিক চিকিৎসা সনদ নেই বলে স্বীকার করেন।
নুরুল আলম নামে এক রোগীর অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নামে র্যাব। তারপর কথিত ডাক্তার দীপঙ্কর কোনো ধরনের প্রতিষ্ঠানিক সনদ ছাড়া রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন এমন তথ্য নিশ্চিত হয় র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ