ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জোড়া খুনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:০১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জোড়া খুনের মামলায় জিল্লুর রহমান নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত জিল্লুর রহমান উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

গত তিন বছর আগে জোড়া খুনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় তিনি গ্রেফতার হয়ে জামিনে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, গত ২০১৮ সালের জোড়া খুনের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী ছিলেন চেয়ারম্যান জিল্লুর রহমান।

উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৫৫) ও তার চাচাতো ভাই দুলাল মিয়া (৬০) প্রতিপক্ষের হাতে খুন হন।

এ ঘটনায় নিহত জয়নাল মিয়ার ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সম্প্রতি ওই মামলায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ