বগুড়ায় ৪ দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার জেলায় ৪ লাখ ৭৮ হাজার ৭৫৮ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভায় বগুড়া সিভিল সার্জন ডা. গাউসুল আজম এসব তথ্য জানান।
সভায় বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন, মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ উল হক, বগুড়া প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান। এসময় বগুড়ায় কর্মরত সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেলায় ০৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৯০ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ৪ লাখ ২১ হাজার ৬৬৮ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ