ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কারাগারে হাজতিরা পেলেন করোনার টিকা

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:১৯

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতিদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে টিকা দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী।

করোনার টিকা পেয়ে মহা খুশি হাজতিরা। বৃহস্পতিবার প্রথমদিনে ৮০০ বন্দীকে টিকা প্রদান করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথমদিন ৮০০ বন্দীকে টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে চট্টগ্রাম কারাগারে থাকা ৭ হাজার ৮৭৫ জন বন্দীকে টিকা দেওয়া হবে। বন্দীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, কারাবন্দীদেরকে বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার জন্য তাদেরকে নিবন্ধন করতে হয়নি। তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও যাদের এনআইডি আছে তার নম্বর রেখে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া তাদেরকে একটি কার্ড দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। যদি কেউ এক ডোজ টিকা নিয়ে জামিনে বের হয়ে যায়, বাইরে যাতে কার্ডটি দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারে। আমরা চাই যেকোনো প্রক্রিয়ায় সবাইকে টিকার আওতায় আসতে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ