ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে বাল্যবিবাহ প্রতিরোধ পরামর্শ কর্মশালা

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:০৭

টাঙ্গাইলের কালিহাতীতে ‘কোভিড কালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় সংসদের স্পিকার ও বিএপিপিডি’র সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী এম.পি। স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ (এস.পি.সি.পি.ডি) প্রকল্পের উপ-পরিচালক আব্দুর রহিম ভূঞা, টেকনিক্যাল অফিসার (ইউ.এন.এফ.পি.এ) খন্দকার জাকিউর রহমান, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী পৌর মেয়র মুহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর প্রমুখ।

পরামর্শ কর্মশালায় অতিথিরা সরাসরি কিশোরীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পরামর্শ প্রদান করেন। কর্মশালায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, শিক্ষার্থী, কাজী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ