ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:২০

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে বিলকিস হত্যা মামলায় স্বামী নাহিদ হোসেন (৩৬) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৯শে মার্চ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ সরকারি কমিউনিটি ক্লিনিকের একটি পরিত্যাক্ত রুমে নিহত বিলকিস বেগমের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহত বিলকিসের ভাই মোক্তার হোসেন বাদী হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ নিহত বিলকিসের পলাতক স্বামী নাহিদ হোসেন (৩৬) কে ২০১২ সালে পাবনা থেকে গ্রেফতার করে।

দীর্ঘ ১০ বছর পর আদালত ১৪ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহণ শেষে নাহিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো একবছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নাহিদ হোসেন পাবনা জেলার দক্ষিণ রাম চন্দ্রপুর গ্রামের ছাদু মিয়ার ছেলে। সে রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার আবুল হাসিমের মেয়ে বিলকিসকে বিয়ে করে আমিরগঞ্জ গ্রামে বসবাস করতো।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ